Uttarakhand: বিকল অগার মেশিন, উত্তরকাশীতে বারবার বাধার মুখে উদ্ধারকাজ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এই আশার বাণী শোনা যাচ্ছে, তো পরমুহূর্তেই ফের বিপত্তি বাধছে। উত্তরাখণ্ডে সুড়ঙ্গ বিপর্যয়ের ১৪তম দিনেই পরিস্থিতির উন্নতি নেই। বরং শুক্রবার রাতে ফের ব্যাহত হয় উদ্ধারকার্য। আমেরিকা থেকে আমদানি করা ড্রিলিং মেশিন বিগড়ে যায়। তার ফলে দীর্ঘ ক্ষণ বন্ধ ছিল উদ্ধারকার্য। শনিবার সকাল থেকে নতুন করে উদ্ধারকার্য শুরু হলেও, ধ্বংসস্তূপে আটকে থাকা ৪১ জন শ্রমিককে বের করে আনতে আরও সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। (Uttarakhand Tunnel Rescue Operations)
Tags :
Uttarakhand News Live 41 Workers Trapped Inside A Collapsed Tunnel Exclusive Trapped Workers Video