RG Kar: কোনও পরিস্থিতিতেই যেন রোগী পরিষেবা বিঘ্নিত না হয়, RG Kar-ইস্যুতে কড়া বার্তা স্বাস্থ্য দফতরের| Bangla News

Continues below advertisement

১৫ দিন পরেও আরজি করে অচলাবস্থা অব্যাহত। অধ্যক্ষের ইস্তফার দাবিতে রিলে অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় আন্দোলনরত মেডিক্যাল পড়ুয়ারা। জট কাটাতে বিশেষ কমিটির ৫ জন সদস্য এবং হাসপাতালের অধ্যক্ষ উপস্থিতিতে স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠক হয়। হাসপাতালের পরিষেবা কোনওভাবে বিঘ্নিত হতে দেওয়া যাবে না, এই বিষয় স্পষ্ট করে দেওয়া হয়। কীভাবে পরিষেবা স্বাভাবিক রাখা যায় তা নিয়ে মেন্টর গ্রুপের সঙ্গে আলোচনা হয়। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বৈঠকে বলা হয়, 'আরজি কর হাসপাতালে রোগী পরিষেবা কোনওভাবেই বিঘ্নিত হতে দেওয়া যাবে না। আউটডোর-ইনডোর পরিষেবা মসৃণ রাখতে হবে দায়িত্বপ্রাপ্তদের। যাঁরা কাজে আসছেন না, তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহে রাখতে হবে।' 'আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আলোচনার দরজা খোলা আছে। আলোচনা করে রফাসূত্র খোঁজার কাজও চালাতে হবে সমান্তরালে', জানিয়ে দেয় রাজ্য স্বাস্থ্য দফতর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram