Nabanna Abhijan:পুলিশের উদ্দেশে কোন ইশারা করছিলেন ? কীসের টানে গিয়েছিলেন ছাত্রসমাজের নবান্ন অভিযানে ? কী বললেন গেরুয়া বসনধারী বৃদ্ধ

Continues below advertisement

ABP Ananda LIVE: 'এই আন্দোলন ছাত্রসমাজের তরফ থেকে ডাকা হয়েছে। কিন্তু প্রত্যেক বাড়ি থেকে একজন করে যাওয়া উচিত। আমার পরিবারে আমার মেয়ে, দিদি, বোন আছে। আমার এটাই চিন্তা ওঁদের সুরক্ষা দেওয়া। সমাজ যদি ঠিক থাকে, সুরক্ষিত থাকে তাহলে নারীর সম্মান হবে। যেখানে নারীদের সম্মান নেই, সেই জায়গায় কোনও দেবীও অবস্থান করে না। এই সমাজ সঠিকভাবে চলুক, নারীদের সম্মান দেওয়া হোক। ওঁদের ঠিকভাবে পড়াশোনা হোক, সবাই একসঙ্গে কাজ করুক। এই কারণেই আমরা মনে হয়েছে এই আন্দোলনে আমায় যেতে হবে। রাজনীতি তো সব জায়গায় হয়। ঘরে, বাইরে, পাড়ার গলিতেও রাজনীতি হয়। এমনকী খেলাতেও রাজনীতি হয়। আমরা চাই না এরকম রাজনীতি হোক। আমি হাত জোর করে আমি অনুরোধ করছি বসে কথা বলে মীমাংসা করুন। নাহলে জনগণ আবার বেরোবে। আমি সনাতনী, শিবভক্ত । যদি সনাতন হওয়া দোষের তাহলে আমি দোষী। আমি কখনই চাই না এই আন্দোলনকে কোনও রাজনৈতিক দল নেতৃত্ব দিক বা প্রভাবিত করুক। আমাদের বিচার চাই, আর কিছু চাই না। আমি চাই শুধু মহিলাদের সম্মানের জন্য সমস্ত লোক এক হয়ে যাক', বললেন বলরাম বসু।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram