SC On RG Kar Case: সুপ্রিম কোর্টে RG কর-মামলার শুনানি শুরু, স্টেটাস রিপোর্ট জমা দিল CBI

Continues below advertisement


RG Kar Supreme Court Hearing: সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি শুরু। আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতায় রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। এই মামলা জনস্বার্থ সম্পর্কিত, জবাব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। কপিল সিব্বল বলেন, সোশাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মহিলা আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে।  অ্যাসিড ছোড়া হবে, ধর্ষণ করা হবে বলে ভয় দেখানো হচ্ছে।  প্রধান বিচারপতি বলেন,  মহিলা-পুরুষ কোনও ব্যাপার নয়, আমরা বিষয়টি বিবেচনা করছি।  চার্জশিট দেওয়ার পর কি ৬০ দিন পেরিয়ে গিয়েছে?  প্রশ্ন বিচারপতির।

আরও পড়ুন, বৈঠকের কার্যবিবরণী থেকে মনে হচ্ছে যে, অচলাবস্থা কাটাতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের পর সোশাল মিডিয়ায় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। পোস্টে বিরোধী দলনেতা লেখেন, 'ন্যায়বিচারের জন্য, শুধুমাত্র কয়েকজন আধিকারিকের বদলি যথেষ্ট নয়। যারা তথ্যপ্রমাণ বিকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তাদেরও জেলে ঢোকাতে হবে। নৃশংস ধর্ষণ-খুনের পর, এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য যা কিছু ঘটেছে, তাতে শুধুমাত্র কয়েকজন আধিকারিকের হাত থাকতে পারে না। সকলেই জানে যে, পশ্চিমবঙ্গে একটি পিন বা হাতি সরানোর জন্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং সম্মতি লাগে। তাছাড়া কিছু হয় না। তাই এই পুরো পরিস্থিতির জন্য স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ ভাবে দায়ী। তাঁর যে শুধুমাত্র পদত্যাগ করা উচিত, তা নয়, পুরো বিষয়টিতে তাঁর ভূমিকা ঠিক কতটা, তারও সঠিক তদন্ত হওয়া উচিত'। সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। ABP Ananda LIVE

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram