RG Kar Update : ৭ নভেম্বরের পরে আজ ফের শীর্ষ আদালতে উঠবে আরজি কর মামলা
ABP Ananda LIVE : সোমবার সুপ্রিম কোর্টে ফের আর জি কর-মামলার শুনানি । মাঝে পেরিয়ে গিয়েছে ১ টা মাস। ৭ নভেম্বরের পরে আজ ফের শীর্ষ আদালতে উঠবে আরজি কর মামলা। চলতে বছরের ৮ অগাস্ট আরজি কর হাসপাতালে খুন হয়ে যায় তরুণী চিকিৎসক। তাঁকে নির্মম ভাবে ধর্ষণ ও হত্যা করা হয় তাঁরই কর্মক্ষেত্রে। তারপর থেকে বিচারের দাবিতে পথে নেমেছে চিকিৎসক থেকে সাধারণ নাগরিক সমাজ। ঘটনার ৪ মাস পার, ১০ ডিসেম্বর, মঙ্গলবার ফের সুপ্রিম কোর্টে শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে।
এরপর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন ডি ওয়াই চন্দ্রচূড়। আর জি কর মামলাটি শুরু থেকে তিনিই শুনছিলেন। সব পার্টিকে আশ্বস্ত করে তিনি জানান, আর জি কর মামলা সুপ্রিম কোর্টে চলবে নবনিযুক্ত প্রধান বিচারপতির তত্ত্বাবধানে । প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হবে।