কোচবিহারে দিনহাটায় নদী ভাঙন, আতঙ্কে স্থানীয়রা
Continues below advertisement
আর কদিন নিজের জমি বাড়ি আগলে রাখতে পারবেন তা ভেবে এখন রাতের ঘুম ছুটেছে কোচবিহারের দিনহাটার মাতালহাটের বাসিন্দাদের। টানা কয়েকদিনের বৃষ্টিতে জলস্তর বেড়েছিল বুড়া ধরলা নদীতে। আর জল টানতে শুরু হয়েছে ভাঙন। গ্রামবাসীদের দাবি ইতিমধ্যে নদী গর্ভে চলে গেছে প্রায় ২০০ বিঘা জমি। বাঁশের সাঁকো দিয়ে কোনরকমে চলছে যাতায়াত। গ্রামবাসীদের একটাই দাবি দ্রুত বাঁধ তৈরি করে ভাঙন আটকানো হোক। যদি ও স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়ে দিয়েছেন বর্ষা না গেলে ভাঙন সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
Continues below advertisement