Royal Bengal Tiger: পাথরপ্রতিমার ঠাকুরান নদীর চরে মিলেছে বাঘের পায়ের ছাপ। ABP Ananda Live
Continues below advertisement
ABP Ananda Live: পাথরপ্রতিমার (Patharpratima) গোবর্ধনপুর কোস্টাল থানার উপেন্দ্রনগরে ঠাকুরান নদীর চরেও মিলেছে বাঘের (Royal Bengal Tiger) পায়ের ছাপ। তিনদিন আগে গ্রামবাসীরা বাঘের (Tiger) পায়ের ছাপ দেখতে পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছেন। খাঁচা না পাতলেও পুলিশ ও বন দফতরের তরফে চলছে টহল। বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হচ্ছে।
Continues below advertisement