
RSS News: নেতাজী সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবিকে সামনে রেখেই লড়াইয়ে নামছে RSS
ABP Ananda Live: নেতাজী সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবিকে সামনে রেখেই লড়াইয়ে নামছে RSS। দুর্গাপুজোর পর রাজ্যজুড়ে এই দুজন মনীষীর ছবিকে সামনে রেখে ট্যাবলোও বার করা হবে বলে শোনা যাচ্ছে। অন্য়দিকে, তৃণমূলপন্থী সংগঠনের পোস্টারে পাশাপাশি রাখা হয়েছে শ্রীরামকৃষ্ণ ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনীতির এই দড়ি টানাটানিতে মণীষীদের কেন টানা হচ্ছে?
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,'শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে, তুষ্টিকরণ করছেন।' বুধবার, OBC সার্টিফিকেটের প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ, তুষ্টিকরণ, সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুসলিম জনগোষ্ঠীকে বিপথে চালিত করেছেন, তাঁদের ভুল বুঝিয়েছেন, তাঁরা জেনারেল ক্য়াটিগরিতে তাঁদের যে শিক্ষিত যুবক-যুবতীরা আছে, মেধা নিয়ে লড়াই করতে পারত, যাদের মেধা আছে, শিক্ষা আছে, তাদেরকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভোট ব্য়াঙ্কের রাজনীতির স্বার্থে ললিপপ ধরিয়েছিলেন। একটা বিশেষ সম্প্রদায়কে ভুল বুঝিয়ে, তাদের শিক্ষা, স্বাস্থ্য়, কর্মসংস্থান না দিয়ে, শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে, তুষ্টিকরণ করছেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ।