Russia News: রাশিয়ার কামচাটকায় শক্তিশালী ভূমিকম্প | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: রাশিয়ার কামচাটকায় শক্তিশালী ভূমিকম্প । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৪ । মাটির ৩৯ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎস । গত ২০ জুলাইতেই পরপর ৫টি ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাটকা উপদ্বীপ সংলগ্ন এলাকা।

আরও পড়ুন...

 তপসিয়ার গোবরায় চাঁদার জুলুম! মারধরের অভিযোগও

তপসিয়ার গোবরায় চাঁদার জুলুম! গোবরা ঊজ্জ্বল সঙ্ঘের সদস্যদের একাংশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। চাঁদা দিতে দেরি করা হচ্ছে, স্রেফ একথা বলে মারধর। লোহার রড, বাঁশ দিয়ে মারধর গোটা পরিবারকে। বাড়ির নীচে দোকানে চড়াও হয়ে লাথি-ঘুষি মারা হয়। তপসিয়া থানায় অভিযোগ দায়ের। হামলাকারীরা সবাই তৃণমূলের সদস্য, অভিযোগ পরিবারের। হামলাকারীরা সবাই ফেরার, আতঙ্কে ভুগছে পরিবার। 

গল্ফগ্রিনে বাড়ির মধ্য়ে থেকে বৃদ্ধের দেহ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

শহরে ফের বৃদ্ধের দেহ উদ্ধার। গল্ফগ্রিন এলাকায় বাড়ির মধ্যে উদ্ধার দেহ। সিঁড়ির পাশে পড়ে ছিল বৃদ্ধের দেহ। দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। দেহের ময়নাতদন্ত হবে, ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা। একই বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় আছেন বৃদ্ধের স্ত্রী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola