''এত তাড়াতাড়ি চলে যাবে বুঝিনি, বিয়ের তত্ত্ব পাঠিয়েছিলাম,'' অভিনেতা সন্তুর প্রয়াণে শোকাহত সাবিত্রী
Continues below advertisement
প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়, প্রয়াণকালে বয়স হয়েছিল ৬৯ বছর। তপন সিনহার "রাজা" সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বাবা সন্তু মুখোপাধ্যায় নিজে উত্তম কুমার, সৌমিত্র চট্ট্যোপাধ্যায়, মাধবী মুখ্যোপাধ্যের মতো প্রবাদপ্রতিম অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন। চলচ্চিত্র থেকে টেলিভিশন জগৎ- উভয়েই সমান সাবলীল এই অভিনেতা বর্তমানে অনেক ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। দুঃখপ্রকাশের ক্ষমতা নেই, অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের প্রয়াণে বললেন শোকাহত অভিনেত্রী সাবিত্রী চট্ট্যোপাধ্যায়
Continues below advertisement
Tags :
Actor Died Tollywood Actor Sabitri Chatterjee Santu Mukherjee Swastika Mukherjee Bengali Serial Abp Ananda