করোনা সচেতনতা বাড়াতে সচিন-সৌরভ-সিন্ধুদের অনুরোধ প্রধানমন্ত্রীর
করোনা সচেতনতা বাড়াতে সচিন, সৌরভদের অনুরোধ করলেন প্রধানমন্ত্রী। কথা বলেন বিরাট কোহলি, পিভি সিন্ধু হিমা দাসদের সঙ্গেও। সচিন তেণ্ডুলকর ভিডিও কনফারেন্সে আসেন, ৪ নম্বরে। তিনি বলেন, ভারতীয় দলে তিনি চার নম্বরে নামতেন, করোনা মোকাবিলাতেও চার নম্বরে ব্যাট করে গর্বিত বোধ করছেন। প্রধানমন্ত্রী বলেন, আপনারা সকলেই মানুষের আইকন, আপনাদের কথা সকলে শোনেন, আপনারা যদি করোনা মোকাবিলায় বার্তা দেন, তাহলে দেশবাসী উপকৃত হবেন।
Tags :
Cricker Sachin Tendulkar Pm Modi In Video Conference Narendra Modi Video Conference Video Conference Narendra Modi LIVE Abp Ananda Sachin Tendulkar Covid-19 Coronavirus Narendra Modi Sourav Ganguly