রিহানা এবং থুনবার্গদের বিরুদ্ধে ট্যুইট করায় Lata Lata Mangeshkar, Sachin Tendulkar, Akshay Kumar-দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

Continues below advertisement

রিহানা এবং থুনবার্গদের বিরুদ্ধে ট্যুইট। লতা, সচিনদের বিরুদ্ধে তদন্ত। লতা, সচিন, অক্ষয় কুমারদের নিয়ে তদন্তের নির্দেশ। ট্যুইট বিতর্কে তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের। কৃষক আন্দোলনকে সমর্থন করে রিহানা, গ্রেটা থুনবার্গের ট্যুইট। পাল্টা প্রতিবাদ করে লতা, সচিন এবং অক্ষয় কুমারদের ট্য়ুইট। একসঙ্গে প্রায় একই বয়ানে কীভাবে সবার ট্যুইট? চাপ দিয়ে সবাইকে ট্যুইট করানোর আশঙ্কা কংগ্রেসের। ভারত রত্নদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। মহারাষ্ট্র সরকারের তদন্তের নির্দেশকে কটাক্ষ বিজেপির (BJP)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram