Central Agency: বাংলায় রক্তাক্ত হয়েও কেন সেই তৎপরতা দেখা যাচ্ছে না কেন্দ্রীয় এজেন্সির?
Continues below advertisement
ABP Ananda LIVE: জমি দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডে মুখ্য়মন্ত্রীর (Jharkhand CM) বাসভবনে গিয়ে হেমন্ত সোরেনকে (Hemant Soren) জিজ্ঞাসাবাদ করল ED। অন্য়দিকে, আবগারি দুর্নীতি মামলায়, দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পঞ্চমবারের জন্য় হাজিরার নোটিস পাঠাল ED। আবার আমরা দেখলাম, নীতীশ কুমারের(Nitish Kumar) শিবির বদলের পরেই, দুর্নীতির মামলায় লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদবকে জিজ্ঞাসাবাদ করল ইডি (ED)। কিন্তু অন্য় রাজ্য়ে এই ছবি হলে, বাংলায় রক্তাক্ত হয়েও কেন সেই তৎপরতা দেখা যাচ্ছে না কেন্দ্রীয় এজেন্সির? নেপথ্য়ে কি তাহলে কি অন্য় কিছু রহস্য় রয়েছে?
Continues below advertisement