Sandhya Mukherjee: রয়েছে জ্বর, উডবার্ণ ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে আইসোলেশনে সন্ধ্যা মুখোপাধ্যায়|Bangla News
গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। তাঁর পরিবার সূত্রে জানা যাচ্ছে, গতকাল বিকেলের পর থেকেই তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়। কিছুদিন আগেই শৌচাগারে পড়ে গিয়েছিলেন তিনি। কোমরে চোট ছিল। নিউমোনিয়ারও লক্ষণ ছিল। গতকাল শ্বাসকষ্ট বেড়ে যায়। পারিবারিক চিকিৎসক দেখে আরটিপিসিআর (RTPCR) করার পরামর্শ দেন। আরটিপিসিআরও করা হলেও আরটিপিসিআর-এর রিপোর্ট এখনও আসেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) তাঁকে ফোন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতাতেই তাঁকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়। এসএসকেএম সূত্র মারফত জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এসএসকেএম -এ আসার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই উডবার্ন ব্লকের সামনে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। সরানো হয়েছে গার্ডরেল। প্রস্তুত রয়েছে চিকিৎসকদের একটি বিশেষ টিমও।
ইতিমধ্যেই মেডিক্যাল বোর্ডের একটি বৈঠক বসেছিল। সেই বৈঠক কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। জ্বর থাকার কারণে এসএসকেএম-এর উডবার্ণ ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে।