Santanu Sen: ফের শান্তনু সেন বনাম সুদীপ্ত রায়
ABP Ananda LIVE: ফের শান্তনু সেন বনাম সুদীপ্ত রায়। এবার সুদীপ্ত রায়ের ন্য়াশনাল মেডিক্য়াল কমিশনের মেডিক্য়াল অ্য়াডভাইজারি কাউন্সিলের পার্ট টাইম সদস্য় হিসেবে মনোনিত হওয়া নিয়ে প্রশ্ন তুললেন শান্তনু সেন। পাল্টা উত্তর দিয়েছেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়।
শিল্পনগরী দুর্গাপুরের সভা থেকে, শিল্প নিয়েই তৃণমূলকে সরাসরি আক্রমণে প্রধানমন্ত্রী
শিল্পনগরী দুর্গাপুরের সভা থেকে, শিল্প নিয়েই তৃণমূল সরকারকে সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। বললেন--- "তৃণমূলের গুন্ডা ট্য়াক্স পশ্চিমবঙ্গে বিনিয়োগের পথে বাধা। বিনিয়োগের ক্ষেত্র মাফিয়ার কব্জায়। তারা পশ্চিমবঙ্গে লগ্নিতে বাধা দেয়।" সিন্ডিকেটরাজ, গুন্ডা ট্য়াক্স, মাফিয়ার মতো বাছা বাছা সব শব্দবন্ধ ব্য়বহার করে নরেন্দ্র মোদি বলেন--- "আমি জানি, পশ্চিমবঙ্গে যত সম্ভাবনা আছে, তা দেখে, সারা বিশ্বের বিনিয়োগকারীরা এখানে লগ্নি করতে চাইবেন। কিন্তু, তাঁরা যখন দেখেন, এখানকার সিন্ডিকেটরাজ, কীভাবে এখানে টাকা তোলা হয়, ব্য়বসায়ীদের থেকে টাকা তোলা হয়, কীভাবে তৃণমূলের লোকেরা ভাঙচুর এবং কাজ বন্ধের হুমকি দেয়, তখন তারাও ভয়ে পালিয়ে যায়।" পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে তিনি সরাসরিই আহ্বান জানান--- "তৃণমূলকে সরাও, বাংলাকে বাঁচাও।" পাল্টা তৃণমূল অবশ্য় বলছে, 'প্রধানমন্ত্রী যা বলেছেন, সেটা সত্য়ের অপলাপ। পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা'।