High Court: বিচারপতির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই প্রশ্ন শান্তনু সেনের

Continues below advertisement

নিয়োগ-দুর্নীতি মামলায় অভিষেকের সম্পত্তির খতিয়ান নিয়ে ইডিকে তুলোধোনা বিচারপতির
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-ইডির পেশ করা সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন 
লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও ও ডিরেক্টরের সম্পত্তি সংক্রান্ত হিসেব নিয়ে প্রশ্নের মুখে ইডি
'আপনারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাত্র ৩টি বিমা?'
'আর কোনও সম্পত্তি নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই?'
'তিনি সাংসদ অথচ তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই?'
'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেতন কোন অ্য়াকাউন্টে জমা পড়ে?'
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্য়াকাউন্ট আছে, জানাল ইডি
'সেই অ্য়াকাউন্টের উল্লেখ করেননি কেন? আপনারা কি পোস্ট অফিস?'
আপনারাই তথ্যগোপন করছেন বলে সন্দেহ হচ্ছে, বললেন বিচারপতি অমৃতা সিন্হা
'১৮৮এ, হরিশ মুখার্জি রোড কার নামে, জানেন?'
'এটা সম্পত্তির খতিয়ানে নেই কেন?'
ইডিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার
'মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থেকে ৩০বি, হরিশ চ্য়াটার্জি স্ট্রিটের উল্লেখ পাওয়া যাচ্ছে'
সেই তথ্য নেই কেন? ইডি-কে প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার
জবাব দিতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও ও ডিরেক্টরের সম্পত্তি সংক্রান্ত হিসেব নিয়ে প্রশ্ন রয়েছে বিচারপতি অমৃতা সিন্হার
সিবিআই ও ইডির তদন্তকারী আধিকারিকদের এজলাসে উপস্থিত থাকার নির্দেশ
'শেষদিন শুনানির সময় যে সম্পত্তির হিসাব পেশ করা হয়েছে সে সম্পর্কে আমার কিছু প্রশ্ন রয়েছে'
'তাই আধিকারিকদের তলব করেছি', বললেন বিচারপতি অমৃতা সিন্হা 
'সিটের প্রধান অশ্বিন শেনভি থাকলে ভাল হয়' 
'না হলে অন্য কোনও উচ্চপদস্থ আধিকারিককে থাকতে হবে'
নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার
নিয়োগ-মামলায় এক অভিনেতারও সম্পত্তির খতিয়ান আদালতে পেশ করে সিবিআই-ইডি

বিকেল সোয়া ৪টেয় মামলার শুনানি

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram