Saradha Scam: সারদাকাণ্ডে এবার শুভাপ্রসন্নকে নোটিস ইডির

সারদাকাণ্ডে (Saradha Scam) এবার নোটিস শিল্পী শুভাপ্রসন্নকে (Subhaprasanna)। বুধবার তাঁকে নোটিস পাঠায় ইডি (ED)। ১৫ই মার্চ ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। একই মামলায় তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা সমীর চক্রবর্তীকেও (Samir Chakraborty) আজ নোটিস পাঠিয়েছেন ইডির আধিকারিকরা। তাঁকে ১২ই মার্চ হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে জানা যাচ্ছে, শিল্পী শুভাপ্রসন্ন সুদীপ্ত সেনকে (Sudipta Sen) একটি চ্যানেল বিক্রি করে ১০ কোটি টাকা নিয়েছিলেন। চ্যানেলের সঠিক দামের থেকে অনেক বেশি দাম নিয়েছিলেন বলে দাবি ইডির। সুদীপ্ত দেন কলকাতা ছাড়ার আগে সমীর চক্রবর্তী একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন বলে দাবি তদন্তকারী অফিসারদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola