Sayandeep Mitra:নি:শর্ত আনুগত্যই পদে থাকার এবং যোগ্যতার মাপকাঠি, বাংলার প্রশাসন নিয়ে আক্রমণ বাম নেতার

Continues below advertisement

পুলিশে ভরসা নাই, পরপর সিবিআই। বিজেপির দাবি তাই, তিনশো ছাপ্পান্ন চাই। পক্ষে-বিপক্ষে জমজমাট বিতর্ক- যুক্তি-তক্কো। সেই অনুষ্ঠানে তৃণমূলকে নিশানা করলেন বাম নেতা সায়নদীপ মিত্র। তিনি বলেন, "যে পুলিশবাহিনীকে পাশ্চাত্যের স্কটল্যাণ্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হত, ২০১১ এর পর কী এমন ঘটনা ঘটল যে সেই পুলিশ বাহিনীর এত বড় অধঃপতন হল? ২০২২ এর পর থেকে পুলিশের একাংশের রাজনৈতিক আনুগত্যের কদর্য চেহারা দেখেছি তা নিয়ে পুলিশের কাজ কিন্তু প্রশ্নের মুখে পড়ছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram