সাঁওতালি ভাষার স্থায়ী শিক্ষকের দাবিতে দাঁতনের স্কুলে স্কুল পরিদর্শক, জয়েন্ট বিডিও, প্রধান শিক্ষক সহ প্রশাসনিক কর্তাদের রাতভর ঘেরাও করে বিক্ষোভ
Continues below advertisement
সাঁওতালি ভাষার স্থায়ী শিক্ষকের দাবিতে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের স্কুলে স্কুল পরিদর্শক, জয়েন্ট বিডিও, প্রধান শিক্ষক সহ প্রশাসনিক কর্তাদের রাতভর ঘেরাও করে বিক্ষোভ। অভিযোগ, দাঁতনের মালযমুনা কালীপ্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠে ২০১৭ সাল থেকে অলচিকি ভাষার কোনও স্থায়ী শিক্ষক নেই। বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। স্থায়ী শিক্ষকের দাবিতে গতকাল স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। সামিল হয় আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা
Continues below advertisement