School Open: দেশজুড়ে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, ২০ মাস পর স্কুলে হাজির পড়ুয়ারা | Bangla News

Continues below advertisement

রাজ্যে মঙ্গলবার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলে ক্লাস হবে নবম থেকে দ্বাদশের।  তার আগেই আজ, স্কুলে এল কচিকাঁচারা। উপলক্ষ্য, ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা ন্যাস।

এ ছবি শুক্রবারের। দীর্ঘ সময় পরে কলকাতা জুড়ে বিভিন্ন স্কুলে হাজির হল কচিকাঁচা পড়ুয়ারা।  মঙ্গলবার থেকে স্কুল খুলছে রাজ্যে। সঙ্গে খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়। তবে আপাতত ক্লাস হবে নবম থেকে দ্বাদশের। যাদের স্কুল খোলার সময় হয়নি, সেই পড়ুয়ারাও ২০ মাস পর এদিন পা রাখল স্কুলে। উপলক্ষ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা ন্যাস। পড়ুয়াদের মান বিচারে কেন্দ্রীয় সরকারের এই পরীক্ষা হল প্রায় ৩ হাজারের বেশি স্কুলে।  ডাক পড়েছিল ক্লাস থ্রি, ফাইভ আর এইটের পড়ুয়াদের।  যারা এখন থ্রিতে পড়ে, তারা শেষবার স্কুলে এসেছিল যখন তারা ওয়ানে পড়ত। ক্লাস থ্রিতে উঠে স্কুলকেও সেভাবে চেনা হয়নি তাদের। তাই স্কুলে আসার এমন সুযোগে খুশিতে ডগমগ পড়ুয়ারা। খুশি অভিভাবকরাও। শুধু কলকাতা নয় , দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, বীরভূমের বিভিন্ন স্কুলে ন্যাস এর জন্য হাজির হয় পড়ুয়ারা।  একই ছবি দেখা যায় পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়ার বিভিন্ন স্কুলে। শিক্ষা দফতর সূত্র খবর, মঙ্গলবার খেরে সরকারি বা সাহায্যপ্রাপ্ত স্কুলে দু’টি ভাগে হবে ক্লাস। নবম ও একাদশের ক্লাস শুরু হবে সকাল ১০টায়। দশম ও দ্বাদশের ক্লাস সকাল ১১টায়। ক্লাস শুরুর আধঘণ্টা আগে স্কুলে আসতে হবে পড়ুয়াদের।  মডার্ন হাই, গোখেল মেমোরিয়াল ফর গার্লস, ভারতীয় বিদ্যাভবনের মতো বেসরকারি স্কুলে মঙ্গলবার থেকে, অফলাইন ক্লাস শুরু হচ্ছে না। ক্যালকাটা গার্লস স্কুল, ডন বস্কো পার্ক সার্কাস, ফিউচার ফাউন্ডেশন স্কুল, ডিপিএস রুবি পার্কের মতো কিছু স্কুলে শুধুমাত্র নবম ও একাদশের অফলাইন ক্লাস শুরু হচ্ছে।  শুধু দশম শ্রেণির ক্লাস শুরু হচ্ছে সাউথ পয়েন্ট স্কুলে। লা মার্টিনিয়ার, বালিগঞ্জ শিক্ষা সদনের মতো স্কুলে শুরু হচ্ছে নবম, দশম, একাদশ ও দ্বাদশের ক্লাস। কোনও কোনও স্কুল একইসঙ্গে অফলাইন এবং অনলাইন ক্লাসের ব্যবস্থা রাখছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram