Dhiraj Sahu: কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়িতে দশম দিনেও জারি তল্লাশি অভিযান। ABP Ananda Live
Jharkhand News: কংগ্রেস (Congress) সাংসদ ধীরজ সাহুর (Dhiraj Sahu) বাড়িতে দশম দিনেও জারি তল্লাশি অভিযান, সাহায্য নেওয়া হচ্ছে সার্ভিলেন্স সিস্টেমের। একদফা তল্লাশিতে উদ্ধার হওয়া টাকা সর্বকালীন রেকর্ড বলে মনে করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। ABP Ananda Live