University Ranking : কেন্দ্রের র‍্যাঙ্কিংয়ে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, র‍্যাঙ্কিংয়ে চারে JU

University Ranking: কেন্দ্রের র‍্যাঙ্কিংয়ে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। র‍্যাঙ্কিংয়ে সবার সেরা আইআইটি মাদ্রাজ  সবার সেরার তালিকায় ৭ নম্বরে খড়গপুর আইআইটি (Kharagpur IIT)। বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ইঞ্জিনিয়ারিং স্তরেও দশ নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রথম দশে নেই কলকাতা বিশ্ববিদ্যালয় (Culcutta University)। কলেজস্তরের র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে সেন্ট জেভিয়ার্স, অষ্টমে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (Ramkrisha Mission)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola