Ram Mandir: 'এইসময় প্রাণ প্রতিষ্ঠা করা উচিত নয়', রামমন্দির নিয়ে বললেন শঙ্করাচার্য। ABP Ananda Live

Continues below advertisement

Narendra Modi: অযোধ্যায় রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন ঘিরে সাজ সাজ রব চারিদিকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Indian General Election) আগে সেই নিয়ে প্রচারে ব্যস্ত বিজেপি-ও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দিরের উদ্বোধন করবেন, সেই নিয়েও চলছে প্রচার। সেই আবহেই অযোধ্যা মন্দির নিয়ে মুখ খুললেন পুরীর গোবর্ধন পীঠমের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী (Shankaracharya Nischalananda Saraswati)। তাঁর মতে ধর্ম এবং আধ্যাত্মিক ক্ষেত্রে রাজনীতির হস্তক্ষেপ কাম্য নয়। রামমন্দির এখনও বাকি আছে, এইসময় প্রাণ প্রতিষ্ঠা করা উচিত নয় বললেন উত্তরাখণ্ডের জ্যোতিষ্পীঠের শঙ্করাচার্য। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram