শারদ আনন্দ ২০২০: আমার পুজো | ১০ হাজারেরও বেশি শিশুকে নতুন পোশাক দিয়ে শারদীয়া আবাহনে সুরুচি সঙ্ঘ
Continues below advertisement
মানুষের পুজো। করোনাকালে এই ভাবনার ওপরেই ভর করে দুর্গাপুজোর আয়োজন করেছে সুরুচি সংঘ। ১০ হাজার ১৫৫ জন শিশুকে পুজোর পোশাক বিতরণে উদ্যোগী হয়েছে ক্লাব। প্রত্যেকের বয়স ১ থেকে ১২ বছরের মধ্যে। আজকে অনুষ্ঠানের সূচনা করেন অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন গবেষণা দলের সদস্য চন্দ্রাবলী দত্ত।
Continues below advertisement