Sheena Bora Case: বেঁচে আছেন শিনা বরা, ছবিকে হাতিয়ার করে ফের দাবি ইন্দ্রাণীর

বেঁচে আছেন শিনা বরা। ফের একবার এমনই দাবি করলেন শিনা বরা খুনে মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। এবার তাঁর হাতিয়ার এক আইনজীবীর তোলা ভিডিও। ইন্দ্রাণীর দাবি, গুয়াহাটি বিমানবন্দরে এক আইনজীবী শিনাকে দেখেছেন। বছরখানেক আগেও শিনা বেঁচে রয়েছেন বলে দাবি তোলেন ইন্দ্রানী মুখোপাধ্যায়। এবার আইনজীবীর তোলা ভিডিওকে হাতিয়ার করে একই দাবি তুললেন তিনি। ইন্দ্রাণী মুখোপাধ্য়ায়ের আবেদনের প্রেক্ষিতে CBI-কে হলফনামার দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ওই বিমানের যাত্রীদের বিবরণ ও গুয়াহাটি বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি ১২ জানুয়ারি। ২০১২ সালের এপ্রিল থেকে নিখোঁজ শিনা বেরা। প্রায় ৩ বছর পর জানা যায়, খুন হয়ে গিয়েছেন তিনি। এই মামলায় শিনার মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola