Sheikh Hasina: আগেই প্রাণহানির আশঙ্কা করেছিলেন হাসিনা? উত্তরে কী বলেছিল ভারত? ABP Ananda Live
Bangladesh Violence: অশান্ত বাংলাদেশ সেনার দখলে, রাতভর অশান্তি, সংঘর্ষের খবর। একদিনে বাংলাদেশে নিহত ১৩৫। সকালে ঢাকায় বেশ কিছু সরকারি ভবন ও মন্ত্রীদের বাড়িতে আগুন ক্ষুব্ধ জনতার। রাতে শেরপুর জেলে হামলা জনতার, জেল ভেঙে উধাও ৫১৮ জন বন্দি। উধাও হওয়া বন্দিদের মধ্যে আছে অন্তত ২০ জন জঙ্গি, খবর সূত্রের। চট্টগ্রামের ৬টি থানায় আগুন, লুঠপাট। চট্টগ্রাম, খাগড়াছড়ি,রাঙামাটিতে আওয়ামি লিগের কার্যালয় ভাঙচুর, খবর সংবাদপত্র প্রথম আলোয়। ফেনি, লক্ষ্মীপুরে আওয়ামি লিগ নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, খবর সংবাদপত্র প্রথম আলোয়। 'জনরোষের মুখে পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনার দেশ ছাড়াকে মানতে পারছেন না আওয়ামি লিগের নেতা-মন্ত্রীরা'। শেষ সময়েও বলপ্রয়োগ করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা, খবর সংবাদপত্র প্রথম আলোয়। কী হয়েছিল বাংলাদেশে, তা জানতে রাষ্ট্রসঙ্ঘ পরিচালিত তদন্তের আবেদন ব্রিটেনের। যশোরে আওয়ামি লিগের নেতার হোটেলে ৯ জনকে পুড়িয়ে মারা হয়েছে। ABP Ananda Live