Shootout: ডালখোলার পর ইসলামপুর, উত্তর দিনাজপুরে ফের শ্যুটআউট!
Continues below advertisement
ডালখোলার পর ইসলামপুর, উত্তর দিনাজপুরে ফের শ্যুটআউট!
ইসলামপুরের গোবিন্দপুরে ভর দুপুরে ২ তৃণমূলকর্মীকে গুলি
তৃণমূলের একাংশের বিরুদ্ধেই দলীয় কর্মীর উপর হামলার অভিযোগ
গ্রাম পঞ্চায়েত সমিতির দখল নিয়ে তৃণমূলের বিধায়ক-জেলা সভাপতির 'সংঘাত'
তৃণমূলের জেলা সভাপতির অনুগামী ২ পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ
'অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসার সময় ভর দুপুরে শ্যুটআউট'
'তৃণমূলেরই ২ পঞ্চায়েত সদস্যের অনুগামীদের উপর হামলা, ঘিরে ধরে গুলি'
তৃণমূলের একাংশের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ অপর গোষ্ঠীর
হামলা নিয়ে এখনও মেলেনি তৃণমূল বিধায়ক কিংবা জেলা সভাপতির প্রতিক্রিয়া
Continues below advertisement
Tags :
Shootout Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live Westbengal ABP Ananda Bengali News Islampur