Sikkim Flash Flood: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, বিচ্ছিন্ন কালিম্পং-সিকিম

Continues below advertisement

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। ১৪ জনের মৃত্যু হয়েছে। ২৩ জওয়ান-সহ শতাধিক নিখোঁজ। আহত ২৬। বিচ্ছিন্ন কালিম্পং-সিকিম। কালিম্পঙের তিস্তা বাজার ও মেল্লি এলাকায় ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ। কাদাজলে ডুবে গিয়েছে বহু গাড়ি। রাস্তা ভেঙে দু’ ফাঁক হয়ে গেছে। কোথাও কোথাও মুছে গিয়েছে জাতীয় সড়কের অস্তিত্ব। গাছ ভেঙে ঢুকে গিয়েছে বাড়ির ভিতরে। দোতলা বাড়ি তাসের ঘরের মতো ভেঙে চুরমার। এদিন এলাকা পরিদর্শনে যান GTA চেয়ারম্যান অনীত থাপা। পরিস্থিতি এতটা ভয়াবহ, তা ভাবতেও পারেননি বলে তিনি জানিয়েছেন। সবথেকে ক্ষতিগ্রস্ত দার্জিলিঙের শ্বেতিঝোরা। সেখানেও বড়সড় ধস নেমেছে। রাস্তা চলে গিয়েছে তিস্তা নদীর গর্ভে। সেনাবাহিনীর তরফে চালু করা হয়েছে হেল্প লাইন। পূর্ব সিকিমের হেল্প লাইন নম্বর 87569-91895. উত্তর সিকিমের হেল্প লাইন নম্বর 87508-87741. নিখোঁজ ২৩ জন সেনার সন্ধান পেতেও হেল্প লাইন চালু করা হয়েছে। নম্বরটি হল 75883-02011.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram