Morning Headlines: কনসার্টের পর কলকাতায় গায়ক কেকে-র মৃত্যু, ময়নাতদন্তের পর মরদেহ পৌঁছল মুম্বইয়ে | Bangla News

Continues below advertisement

কনসার্টের পর কলকাতায় গায়ক কেকে-র মৃত্যু। ময়নাতদন্তের পর মরদেহ পৌঁছল মুম্বইয়ে। আজ ভারসোভার শ্মশানে শেষকৃত্য। 

হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন কেকে। পড়ে যান সোফায় বসতে গিয়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা। প্রাথমিক তদন্তে দাবি পুলিশের। 

অনুষ্ঠান শেষে বেরিয়েই শীত পাচ্ছে বলছিলেন কেকে। বন্ধ করতে হয় গাড়ির এসি, দাবি শিল্পীর ম্যানেজারের। 

ছোট ছোট ব্লকেজ ছিল ধমনিতে। অতিরিক্ত উত্তেজনায় বন্ধ হয়ে যায় রক্ত চলাচল। বাঁচানো যেত সঙ্গে সঙ্গে সিপিআর দিলে, বলছে ময়নাতদন্তের রিপোর্ট। 

হজমের সমস্যা ছিল ভেবে প্রচুর অ্যান্টাসিড খেতেন। সোমবার কলকাতায় এসে হাত-কাঁধে ব্যথার কথা বলেন। পুলিশের কাছে জানালেন কেকের স্ত্রী। 

কেকের মৃত্যুর আগে রূপঙ্করের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়।

মানুষের উপকার হবে, এমন নতুন কিছু শুরু করতে চাই। হঠাৎ পোস্ট ঘিরে জল্পনা, খারিজ করলেন সৌরভই। 

ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই তলবের পরেই বোলপুর থেকে কলকাতায় এলেন অনুব্রত। রুটিন চেকআপ করতে আসার দাবি। 

গরুপাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গলের ডোমকলের বাড়িতে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। দুপুর থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram