Sitalkuchi Firing Case: 'ভোটের দিন গুলি চলেছিল বুথের দিকে তাক করেই', CID-র তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Continues below advertisement

শীতলকুচিকাণ্ডে সিআইডি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ভোটের দিন গুলি চলেছিল বুথের দিকে তাক করেই। প্রাথমিক তদন্তে এমনই অনুমান সিআইডি-র। সূত্রের খবর, দরজা ভেদ করে ভিতরে ঢুকে যায় গুলি। তা গিয়ে লাগে ব্ল্যাকবোর্ডের গায়ে। ঘটনার দিন বুথের ভিতরে থাকা এক পুলিশ কর্মী ও এক ভোট কর্মীর বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছে সিআইডি। কেন বুথের দিকে তাক করে গুলি চালানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, আজ ঘটনাস্থলে যাচ্ছেন ব্যালেস্টিক বিশেষজ্ঞরা। ১০ এপ্রিল, চতুর্থ দফা ভোটের দিন, কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে গুলি চলে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram