Sitalkuchi Firing Probe: শীতলকুচি গুলিকাণ্ডে CID-র জিজ্ঞাসাবাদের মুখে মাথাভাঙার এসডিপিও

শীতলকুচির গুলিকাণ্ডে এবার কোচবিহারের মাথাভাঙার এসডিপিওকে জিজ্ঞাসাবাদ। এসডিপিও সুরজিৎ মণ্ডলকে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ করল সিআইডি (CID)। সোমবার মাথাভাঙা থানার আইসিকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি (CID)। গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় এক এসআইকেও। মিলিয়ে দেখা হবে আইসির সঙ্গে এসডিপিও-র বয়ান বলে সূত্রের খবর। এরপর জিজ্ঞাসাবাদ করা হবে কোচবিহারের তৎকালীন এসপিকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola