এই দৃশ্য আগে কখনও দেখেছেন? চাঁদে ঢেকে গেল সূর্য, পৃথিবীতে পৌঁছল না এক্স-রে
Continues below advertisement
আজ বছরের সবচেয়ে বড় দিনে বলয়গ্রাস সূর্যগ্রহণ। উত্তর ভারতের একাংশ থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। আর কলকাতাবাসী দেখতে পাবেন আংশিক সূর্যগ্রহণ। তবে আকাশ মেঘলা থাকায়, সূর্যগ্রহণ কতটা দেখা যাবে, তা নিয়ে রয়েছে সংশয়। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, রবিবার ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৯ শতাংশ। সেজন্যই একে Deepest Eclipse বা গভীরতম গ্রহণ বলে অভিহিত করা হয়েছে। এই সূর্যগ্রহণ না দেখলে, ফের সূর্যগ্রহণ দেখার জন্য অপেক্ষা করতে হবে ২ বছর ৪ মাস। ২০২২-এর ২৫ অক্টোবর পরবর্তী গ্রহণ। সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ ২০৩৪ সালে।
Continues below advertisement