Sonam Raghuwanshi News: আজই আদালতে পেশ করা হবে সোনমকে, এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করবে SIT

ABP Ananda LIVE: মেঘালয়ে রাজা রঘুবংশীকে খুনের ঘটনায় এবার চাঞ্চল্য়কর তথ্য়। হনিমুনে গিয়ে স্বামীকে নৃশংস খুন!  সেলফি তোলার অছিলায় উঁচু জায়গা থেকে স্বামীকে ধাক্কা দিয়ে মেরে ফেলার প্ল্য়ান ছিল সোনমের, খবর পুলিশ সূত্রে। সোনম এভাবে খুনের পরিকল্পনা করেছিল যাতে গোটা বিষয়টা দুর্ঘটনা বলে মনে হয়, খবর পুলিশ সূত্রে । কিন্তু সেই প্ল্যান কাজে লাগেনি বলে প্রেমিক রাজের সঙ্গে মিলে খুনের পরিকল্পনা করে সোনম, খবর পুলিশ সূত্রে । উত্তরপ্রদেশ থেকে ধৃত সোনমকে ট্রানজিট রিমান্ডে মেঘালয় নিয়ে এসেছে পুলিশ । আনা হচ্ছে সোনমের প্রেমিক সহ বাকি চার ধৃতকেও । সোনমের মেডিক্য়াল টেস্টের পর আজই আদালতে পেশ করা হবে তাঁকে। এরপর সোনমকে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করবে SIT।  পুলিশ সূত্রে খবর, আরও তথ্য় জানতে ঘটনার পুনর্নির্মাণ করতে পারেন তাঁরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola