Ladakh News: পূর্ণ রাজ্যের দাবিতে অশান্ত লেহ, জাতীয় সুরক্ষা আইনে গ্রেফতার সোনম ওয়াংচুক

ABP Ananda LIVE: পূর্ণ রাজ্যের দাবিতে অশান্ত লেহ, জাতীয় সুরক্ষা আইনে গ্রেফতার সোনম ওয়াংচুক। লাদাখ-হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ। কার্গিলে জারি ১৬৩ ধারা।

আরও পড়ুন...

বকখালিতে দমকা হাওয়ায় জাতীয় সড়কের ওপর ভেঙে পড়ল আলোর তোরণ

চতুর্থীর রাতে দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে বিপত্তি। দমকা হাওয়ায় জাতীয় সড়কের ওপর ভেঙে পড়ল আলোর তোরণ। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ বকখালি বাস স্টপেজের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর বকখালি পল্লীসমাজ দুর্গোৎসব কমিটির আলোর তোরণ ভেঙে পড়ে। ওই সময় এলাকায় প্রচুর লোকজন ছিল। অল্পের জন্য রক্ষা পান দর্শনার্থীরা। আলোর তোরণ ভেঙে পড়ায় কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। 

পুজোর বাংলায় উত্তপ্ত হুগলির গোঘাট

পুজোর বাংলায় উত্তপ্ত হুগলির গোঘাট। বাঁশ-লাঠি-ধারালো অস্ত্র নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে মারপিট। আহত তৃণমূলের বুথ সভাপতি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola