CM Mamata Banerjee: শালবনিতে হচ্ছে না সৌরভের ইস্পাত কারখানা। ABP Ananda Live

Continues below advertisement

Sourav Ganguly: শালবনিতে হচ্ছে না সৌরভের (Sourav Ganguly) ইস্পাত কারখানা। সৌরভের কারখানা হবে গড়বেতায়। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। শালবনিতে জমি পাওয়ার ক্ষেত্রে জটিলতার দরুণ কারখানা হচ্ছে গড়বেতায়, খবর সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে। গড়বেতায় কারখানা হলে অনেক লোক কাজ পাবে, প্রতিশ্রুতি সৌরভের। ভোট শেষেও ব্যারাকপুরে অশান্তি। ভাটপাড়ায় অর্জুন সিংহর (Arjun Singh) নির্বাচনী এজেন্টের বাড়ির সামনে বোমাবাজি। নৈহাটিতে তৃণমূল (TMC News) পার্টি অফিসের সামনে পড়ল বোমা। দুটি ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ বিজেপি (BJP News) ও তৃণমূলের। বেলা গড়াতে তুুমুল উত্তেজনা সন্দেশখালিতে (Sandeshkhali incident)। ভোটের দিন হামলার অভিযোগে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার। রাস্তায় বাঁশ-গাছের ডাল হাতে মহিলারা। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram