দিল্লিতে বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠকে শোভনকে আমন্ত্রণ, ভার্চুয়ালি যোগ দিতে পারেন, জানালেন বৈশাখী

ফের কি বিজেপিতে সক্রিয় হচ্ছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়? তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, দিল্লিতে বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য শোভন চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের দাবি, মঙ্গলবার এই বিষয়ে শোভনের সঙ্গে কথা হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। এরপর গতকাল আনুষ্ঠানিকভাবে শোভন চট্টোপাধ্যায়কে বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়। বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা আবহে সশরীরে দিল্লি যেতে পারবেন না শোভন। সেক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যমে তিনি বৈঠকে যোগ দিতে পারেন বলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দেওয়া হয়েছে। গত ১৪ অগাস্ট বিজেপিতে যোগ দেন শোভন। কিন্তু, বিভিন্ন কারণে নিষ্ক্রিয়ই থেকেছেন শোভন। উল্টে মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা এবং রাজ্য সরকারে চলচ্চিত্র উৎসবে হাজির থাকায়, শোভনের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন জল্পনা শুরু হয়। তবে শোভন-বৈশাখীর ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, শোভনের প্রতি তৃণমূলের অনাগ্রহ এবং বিজেপির আন্তরিকতা কাজ করছে এই সক্রিয়তার নেপথ্যে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola