Srinagar Terrorists Attack: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হানা, নিহত ২ জন পুলিশকর্মী । Bangla News

Continues below advertisement


জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) ফের জঙ্গি হানা (terrorists Attacks)। শ্রীনগরের (Srinagar) জিওয়ানে সশস্ত্র পুলিশের বাসে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের। নিহত ২ জন পুলিশকর্মী, আহত ১৪ জন পুলিশকর্মী। হামলার দায় স্বীকার করল কাশ্মীর টাইগারস্। জঙ্গি সংগঠন হিসেবে প্রথম এই সংগঠনের নাম প্রকাশ্যে এল। মোটরসাইকেলে এসে হামলা চালায় জঙ্গিরা, সূত্রের খবর। নিহতদের মধ্যে একজন এএসআই। শ্রীনগরে হামলার রিপোর্ট তলব প্রধানমন্ত্রীর। মৃত নিরাপত্তারক্ষীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ নরেন্দ্র মোদির। বাদামীবাগ সেনা ক্যান্টনমেন্ট থেকে কয়েক কিলোমিটার দূরে জওয়ান। জিওয়ানে বহু পুরনো জম্মু-কাশ্মীরের পুলিশ ট্রেনিং সেন্টার রয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram