SSC: SSC-তে নিয়োগে 'দুর্নীতি', ব্রাত্য বনাম পার্থ ? | Bangla News
Continues below advertisement
এসএসসি-তে (SSC) নিয়োগ নিয়ে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী বনাম বর্তমান শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, 'বিষয়টা দেখছি, তখন আমি দায়িত্বে ছিলামও না। এটা ২০১৬-র বিষয়। এত বড় দফতর, এখনও খোঁজ নেওয়া হয়নি। নিশ্চয় কিছু সমস্যা ছিল। অতীতে কী হয়েছে ভেবে লাভ নেই।' 'ব্যক্তির নয়, বিষয়টি সরকারের, কমিশন তো স্বশাসিত সংস্থা। যখন এসেছিলাম তখন কয়েক হাজার কেস ছিল। ধাপে ধাপে মিটেছে।' বর্তমান শিক্ষামন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে পাল্টা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)।
Continues below advertisement
Tags :
ABP Ananda Calcutta High Court Partha Chatterjee Bratya Basu ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC Group Staff Recruitment Former Education Minister Of Bengal