SSC Case:মাইক বেঁধে আন্দোলন ইউনাইটেড টিচিং অ্যান্ড নন-টিচিং ফোরামের চাকরিহারাদের, দফায় দফায় উত্তেজনা
ABP Ananda Live: যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে SSC দফতরের সামনে চাকরিহারাদের আন্দোলন চারদিনে পড়ল। এবার পাশের লেনেই মাইক বেঁধে আন্দোলন শুরু করলেন ইউনাইটেড টিচিং অ্যান্ড নন-টিচিং ফোরামের চাকরিহারা সদস্যরাও। যানিয়ে দিনভর দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশের সামনেই ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। চাকরিহারা শিক্ষকদের দাবি, এই নতুন আন্দোলনকারীরা টেন্টেড বা দাগি বলে চিহ্নিত। তাদের OMR শিটে 'মিসম্যাচ' ছিল, তা স্বীকারও করেছেন ইউনাইটেড টিচিং অ্যান্ড নন-টিচিং ফোরামের সদস্যদের একাংশ।
পহেলগাঁওয়ের ঘটনায় জঙ্গিদের সমর্থন করে মন্তব্য ! অসমে গ্রেফতার AIUDF বিধায়ক আমিনুল
পহেলগাঁওয়ে জঙ্গি হানা। প্রতিশোধের আগুন ফুঁসছে গোটা দেশ। এরইমধ্যে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেফতার অসমের বিধায়ক। অসম পুলিশ জানিয়েছে, AIUDF বিধায়ক আমিনুল ইসলামের মন্তব্যের জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অসমের পুলিশ অফিসার স্বপ্নীল দেকা বলেন, "সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শোনা যায়, পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ভুল মন্তব্য করছেন তিনি। জঙ্গিদের কার্যকলাপকে সমর্থন করেন তিনি। এই ভিডিও-র প্রেক্ষিতে মামলা দায়ের করেছি এবং তাঁকে গ্রেফতার করেছি। আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে।''