SSC News: যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযানে উত্তেজনা

ABP Ananda LIVE : যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযানে উত্তেজনা। বঙ্কিম সেতু পেরিয়ে মিছিল এগোতেই বারবার পুলিশের বাধা, ধস্তাধস্তি। নবান্ন অভিযানে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি। নবান্নর সামনে ২ মানুষ উঁচু ব্যারিকেডের সামনে আটকাল মিছিল। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তিতে RAF। গোলমাল হলে জলকামান তৈরি রেখেছে পুলিশ। আইনভঙ্গ করবেন না, নির্দিষ্ট রুটে মিছিল নিয়ে যান, ব্যারিকেডের সামনে জানাল পুলিশ। মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় বসার দাবিতে অনড় চাকরিহারা শিক্ষকরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই তেড়ে গেল পুলিশ। 

 

SSC বিধি চ্যালেঞ্জ করে মামলা, শুনানি শেষ, রায়দান স্থগিত

SSC বিধি চ্যালেঞ্জ করে মামলা, শুনানি শেষ, রায়দান স্থগিত। 'আমার তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্টে প্রায় ১৮০টি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে'। আদালতে জানালেন রাজ্যের আইনজীবী কিশোর দত্ত। 'কোন বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হবে সেটা চাকরিপ্রার্থীরা ঠিক করতে পারেন না'। 'সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা নেই যে ২০১৬ সালের বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে'। 'কমিশনের কাছে আজকের দিনে দাঁড়িয়ে তিনটি বিধি আছে, ২০১৬-২০১৯-২০২৫'। SSC-বিধি চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলায় সওয়াল রাজ্য সরকারের ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola