SSC: ‘ভরসা নেই, CBI-কে তদন্ত করতে বলব,’ চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ মামলায় SSC-র সচিবকে তীব্র ভৎর্সনা হাইকোর্টের | Bangla News

Continues below advertisement

এসএসসি-র সচিবকে তীব্র ভর্ত্‍‍সনা হাইকোর্টের। স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতি-মামলায় ভর্ত্‍‍সনা। ‘আপনাদের উপর আমাদের ভরসা নেই। আপনারা কি তদন্ত করবেন আমি জানি। রোজই কিছু না কিছু অনিয়ম সামনে আসছে। এই মামলায় সিবিআই-কে (CBI) তদন্ত করতে বলব। সিআইএসএফ-কে (CISF) বলব আপনাদের অফিসের দখল নিতে। পুরো কমিশন বরখাস্ত করে দেব। নিয়োগ নিয়ে এই দুর্নীতি চলতে পারে না’, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গড়ে তদন্তের আর্জি রাজ্যের। তদন্তে আরও সময় চাইলেন এসএসসি-র (SSC)আইনজীবী কিশোর দত্ত। দুপুর ৩ টা পর্যন্ত কমিশনকে সময় দিল হাইকোর্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram