SSC Recruitment Scam: প্যানেলে না থেকেও চাকরি করছে, এটা বিশাল দুর্নীতি: সুপ্রিম কোর্ট

Continues below advertisement

ABP Ananda LIVE: আগামী সোমবার সুপ্রিম কোর্টে(Supreme Court) এসএসসি(SSC) মামলার ফের শুনানি । 'অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত, ভোটের মধ্যেই কি জেলে থাকবে মন্ত্রিসভা?' 'অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা'। 'তার প্রেক্ষিতেই সিবিআই, তাহলে কি জেলে গোটা মন্ত্রিসভা?' 'আদালত তো নিয়োগকর্তা নয়, তাহলে কী করে চাকরি বাতিল?' সুপ্রিম কোর্টের শুনানিতে প্রশ্ন বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবীর । হাইকোর্টের(High Court) রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য-এসএসসি-পর্ষদ। একসঙ্গে প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল, আগামী সোমবার ফের শুনানি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram