ABP News

SSC : 'কাউকে কি বাঁচানোর চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন ?', প্রশ্ন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement

ABP Ananda LIVE : 'কাউকে কি বাঁচানোর চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন ?', প্রশ্ন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের। 'এক একটা সংগঠন এক একরকম তথ্য দিচ্ছে। আজও বোর্ড একরমক তথ্য দিয়েছে, এসএসসি আর একরকম তথ্য দিয়েছে। এসএসসি আজও বলেছে আউট অফ ভ্যাকান্সি কোনও নিয়োগ নেই। SSC, বোর্ড এবং সরকার কেউ কোনও তথ্য সঠিক দিচ্ছে না। তাঁদের তথ্যের মধ্যে প্রচুর মিসম্যাচ রয়েছে', বললেন ফিরদৌস শামীম।

 

SSC Case Hearing: ২৬ হাজার চাকরির কী ভবিষ্যৎ ? সুপ্রিম-শুনানিতে মিলল সমাধান-সূত্র ?

২৬ হাজার চাকরির কী ভবিষ্যৎ ? সুপ্রিম কোর্টে শুনানির পরে রায়দান স্থগিত। কোন ফর্মুলায় যোগ্য-অযোগ্য আলাদা ? আজও মিলল না তার সূত্র। সুপ্রিম কোর্টে আজও মিলল না যোগ্য-অযোগ্য আলাদা করার সূত্র । কোন ফর্মুলায় আলাদা করা হবে যোগ্য - অযোগ্য ? এদিনও শুনানিতে উঠে এল না কোনও সমাধান-সূত্র। বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া থেকে কীভাবে বাঁচানো যাবে যোগ্যদের ? দিশা দেখাতে পারলেন না কোনও পক্ষের আইনজীবীই। পঙ্কজ বনসলের কাছ থেকে উদ্ধার হওয়া OMR Sheet নিয়েও আমরা সন্দিহান, বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। কোন তথ্য আসল ? কমিশনের নাকি পঙ্কজ বনসলের ? বলতেই পারছে না কমিশন, মন্তব্য প্রধান বিচারপতির।

এই মামলায় সুপ্রিম কোর্টের কাছে প্রাথমিক প্রশ্ন ছিল, যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব কি না। সম্ভব হলে কোন পদ্ধতিতে এই পৃথকীকরণ সম্ভব ? এই প্রশ্ন বারবার সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে। এতদিন পর্যন্ত মামলাটি বিচারাধীন। আজ সমস্ত সওয়াল জবাব শেষ হয়ে গেছে। রায়দান স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ, চূড়ান্ত পর্যায়ে রায়দান এর পরে সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হবে। কিন্তু, এই মুহূর্ত পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কী করা সম্ভব, তার কোনও দিশা সুপ্রিম কোর্টের কাছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কোনও পক্ষের আইনজীবী, সেটা সরকারি পক্ষের আইনজীবী হতে পারেন, স্কুল সার্ভিস কমিশনের পক্ষের আইনজীবী হতে পারেন, সেটা মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বা অন্যান্য আইনজীবীরা হতে পারেন...কোনও পক্ষের তরফেই কীভাবে আলাদা করা সম্ভব তা জানানো সম্ভব হয়নি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram