SSKM Hospital: ভোররাতে হাসপাতালে হুলস্থুল ! আচমকা স্যালাইনে স্ট্যান্ড খুলে ওয়ার্ড জুড়ে তাণ্ডব রোগীর ! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ভোররাতে রোগীর তাণ্ডবে হাসপাতালে হুলস্থুল । আচমকা স্যালাইনে স্ট্যান্ড খুলে ওয়ার্ড জুড়ে তাণ্ডব রোগীর! । এসএসকেএম-এর পিজি পলিক্লিনিকের ঘটনা । লিভারের অসুখে ভুগছিলেন রোগী, আজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল । 'ভোররাতে বাড়ি যাওয়ার জন্য তাণ্ডব শুরু' । 'প্রথমে অন্য রোগী ও তাঁদের পরিজনদের মারধর' । পরে স্যালাইন স্ট্যান্ড দিয়ে নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ । স্বাস্থ্যকর্মীরা কোনওক্রমে নিরস্ত্র করেন উন্মত্ত রোগীকে

আরও খবর...

এক রোগীর তাণ্ডবে উত্তেজনা ছড়াল SSKM-এর অ্য়ানেক্স পিজি পলিক্লিনিকে। অভিযোগ, হাসপাতালে রোগী থেকে শুরু করে তাঁদের পরিজন, এমনকী এক নার্সকে মারধর করা হয়। তবে রোগীর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ করা হয়নি। এমনটাই দাবি করা হয়েছে হাসপাতাল সূত্রে। 

শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারাই নয়, এবার অলীক দাবি করে বসলেন BNP নেতাও। ভারতের থেকে বাংলা-বিহার-ওড়িশা দাবি করলেন BNP-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। মন্তব্য করলেন বাংলাদেশের সামরিক শক্তি নিয়েও। যা নিয়ে তীব্র কটাক্ষের ঝড় উঠেছে বিভিন্ন মহলে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola