মণীশ খুনে গ্রেফতার আরও এক, আততায়ীদের আশ্রয় দিয়েছিল ধৃত সুবোধ, মনে করছে সিআইডি
Continues below advertisement
টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম সুবোধ যাদব ওরফে সুবোধ রায়। ব্যারাকপুরে বাড়ি সুবোধের। সিআইডি সূত্রে দাবি, মণীশকে খুনের ঘটনায় জড়িত ৬ জন শার্প শ্যুটারকে আশ্রয় দিয়েছিলেন সুবোধ। অপরাধীদের আশ্রয় দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে সিআইডি। সুবোধের বাড়িতে বসেই খুনের ছক কষা হয় বলে সিআইডি সূত্রে দাবি। এই নিয়ে তিনজনকে ওই খুনের ঘটনায় গ্রেফতার করা হল। যদিও যারা গুলি চালিয়েছিল, তারা এখনও অধরা।
Continues below advertisement