১০টায় সারাদিন: অত্যন্ত সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য, রাখা হয়েছে ভেন্টিলেশনে, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

অত্যন্ত সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি উডল্যান্ডস। রাখা হয়েছে ভেন্টিলেশনে। করোনা নেগেটিভ হলেও নিউমোনিয়ায় উদ্বেগ। চিকিৎসায় ৫ সদস্যের টিম।
অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। কথা বললেন মেয়ের সঙ্গে, পাশে থাকার আশ্বাস। উডল্যান্ডসে বিমান-সূর্য। দ্রুত আরোগ্য কামনা রাজ্যপালের।
কলকাতায় জেপি নাড্ডা। হেস্টিংসে কালো পতাকা। পাল্টা বিক্ষোভ বিজেপির। হেস্টিংস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে নাড্ডা। কয়েকটি বাড়িতে লিফলেট বিলি, পুজো দিলেন কালীঘাট মন্দিরে। পাল্টা বিক্ষোভ তৃণমূলের। 
ভোটে জিততে গুন্ডা আনছে বিজেপি-আরএসএস। বহিরাগত-তত্ত্বে চড়া সুর মমতার। জনসঙ্ঘের প্রতিষ্ঠা তো বাংলার হাত ধরেই, শ্যামাপ্রসাদের প্রসঙ্গ টেনে পাল্টা নাড্ডা।
সিপিএম হার্মাদরা এখন বিজেপির ওস্তাদ। দিল্লির দলের কাছে মাথানত নয়, মানুষের মহাজোট গড়ে তুলুন, আহ্বান মমতার। নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও বিজেপিকে নিশানা।
পিকে নিয়ে খোদ মুখ্যমন্ত্রীকে চিঠি ময়নাগুড়ির তৃণমূল বিধায়কের। পিকে তো শুধু স্ট্র্যাটেজিস্ট, পাল্টা সৌগত।
উন্নয়নকে হাতিয়ার করে ভোটে লড়ার প্রস্তুতি তৃণমূলের। নাড্ডার সফরের মধ্যেই কাল প্রকাশিত সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ড। তুলে ধরা হবে কাজের খতিয়ান।
এবার তুফানগঞ্জে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। স্কুলের ভিতরে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। খুন নয়, আত্মহত্যা, পাল্টা তৃণমূল।
শিলিগুড়িতে বিজেপি কর্মীর মৃত্যুতে অব্যাহত তরজা। বন্দুকে পুলিশের গুলি ভরার ভিডিও ট্যুইট কৈলাসের। পুলিশের বক্তব্যেই আস্থা, ছবি বিকৃতির আশঙ্কা সৌগতর।
উত্তরকন্যা অভিযানে অশান্তি ছড়ানোর অভিযোগ। কৈলাস, দিলীপদের বিরুদ্ধে এফআইআর। আটকাতে না পেরে আক্রান্তদের বিরুদ্ধেই মামলা, কটাক্ষ বিজেপির।
বারুইপুরে তৃণমূল নেতার রহস্যমৃত্যু। দুয়ারে সরকার কর্মসূচিতে গিয়ে নিখোঁজ, পরে পুকুরে দেহ। খুনের অভিযোগ। শরীরে মিলেছে অ্যালকোহল, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে।
নিষ্ফলা অমিত শাহর সঙ্গে বৈঠক। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। রাষ্ট্রপতির কাছে ৫ বিরোধীদল।
দেশজুড়ে কৃষক-আন্দোলনের মধ্যেই রাজস্থানে কংগ্রেসকে টেক্কা বিজেপির। ২১টি জেলা পরিষদের মধ্যে ১৪টিই দখলে। প্রকাশ্যে গহলৌত-সচিন শিবিরের দ্বন্দ্ব।
ফের ভূস্বর্গে জঙ্গি হানা। পুলওয়ামায় এনকাউন্টারে মৃত্যু ২ জঙ্গির। সিঙ্ঘপোরায় জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আহত ৬ নাগরিক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola