১০ টায় সারাদিন: করোনা আক্রান্ত চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসা কেপিসি হাসপাতালে, জানাল স্বাস্থ্য দফতর, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

দীর্ঘ ২৮ বছর পর বাবরি ধ্বংস মামলায় বেকসুর খালাস আডবাণী-জোশী-উমা ভারতী-সহ ৩২ অভিযুক্ত। ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল না। আচমকা ঘটেছে, মত বিচারকের। অভিযুক্তদের বিরুদ্ধে নেই জোরাল সাক্ষ্য। ৯২-এর বাবরির ছবিতেও মান্যতা দিল না আদালত। রায়ের পর কোর্টরুমে উল্লাস, জয় শ্রী রাম ধনি। আডবাণীকে শুভেচ্ছা অমিত শাহ-জে পি নাড্ডার। বাবরি রায়কে স্বাগত বিজেপির। অন্য রাজ্যের তুলনায় অনেক শান্ত বাংলা, মন্তব্য মুখ্যমন্ত্রীর। কালীপুজোর আগে খুলছে না স্কুল, জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশংসায় ক্যাগ। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ২-৫ অক্টোবর বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুল। এবার থেকে রাজ্যের তরফে মিড মে মিলের সঙ্গে দেওয়া হবে ‘জয় বাংলা’ লেখা মাস্ক। এবার চিকিৎসকরা করোনা আক্রান্ত হলে তাঁদের বিনামূল্যে চিকিৎসা হবে কেপিসি হাসপাতালে, জানাল স্বাস্থ্য দফতর। ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা উইলিয়ামস। ধর্ষণের মামলায় আগামীকাল অনুরাগ কাশ্যপকে সমন মুম্বই পুলিশের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram