১০টায় সারাদিন: মণীশ শুক্ল খুনে আটক ১, দেশে একদিনে করোনামুক্ত প্রায় ৭৭ হাজার, সঙ্গে অন্য খবর

টিটাগড়ে বিজেপি মেতা মণীশ শুক্ল খুনে আটক ১। অভিযুক্ত মহম্মদ খুরররকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। রাতেই খড়দার আদর্শ পল্লিতে পৌঁছল বিজেপি নেতার মৃতদেহ। মৃতদেহ নিয়ে এলাকায় অনুগামীদের মিছিল। পুলিশের ওপর ভরসা নেই, তাই রাজ্যপালের কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছি, জানালেন মৃত বিজেপি নেতার বাবা। মণীশ শুক্ল খুনে উত্তপ্ত টিটাগড়, কাঁদানে গ্যাসের সেল ছোড়ে পুলিশ। পুলিশের অস্ত্র দিয়েই খুন, বিস্ফোরক দাবি অর্জুন সিংহের। অর্জুনের চাপে মণীশ বিজেপি করতে বাধ্য হয়, দাবি ফিরহাদ হাকিমের। মালদায় নাবালিকা মেয়ে ও প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন স্ত্রীর বিরুদ্ধে। হাওড়ায় প্রোমোটার খুনের পর দু’দিন কেটে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। আলিপুরদুয়ারে হাতির হানায় মৃত ২২ বছরের এক যুবক। দেশে একদিনে করোনা মুক্ত প্রায় ৭৭ হাজার। আমেরিকা ও ব্রাজিলে কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। প্রয়াত সঙ্গীতশিল্পী ও অভিনেতা শক্তি ঠাকুর।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola