১০ টায় সারাদিন: করোনা আক্রান্ত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, হাওড়ায় প্রোমোটার খুনে আটক ৫ ও অন্য খবর

নেভেনি হাথরসের আগুন, ফের বিতর্কে বিজেপি বিধায়ক। ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য বালিয়ার বিজেপি বিধায়কের। ধর্ষণের জন্য কার্যত কাঠগড়ায় তুললেন মেয়েদেরই। অন্যদিকে উত্তরপ্রদেশের বারাবাঁকির বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব জানান, "ঘাস কাটতে গিয়ে বাজরার ক্ষেতে কী করছিলেন নির্যাতিতা?” হাথরস কাণ্ডে বিচারের আগেই বিচার। অভিযুক্তদের ক্লিন চিট দিল পঞ্চায়েত। সিবিআই তদন্তের সুপারিশের পরও হাথরস কাণ্ডে নির্যাতিতার বাড়িতে সিট। নির্যাতিতার পরিবার চাইছে বিচার বিভাগীয় তদন্ত। রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধীর পর আজ হাথরসে সমাজবাদী পার্টি, আরএলডি-র প্রতিনিধি দল। বিচারের দাবিতে বিক্ষোভ, স্লোগান। হাথরস কাণ্ডে বিরোধীদের নিশানা যোগী আদিত্যনাথের। রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। হাওড়ায় প্রোমোটার খুনে আটক ৫। মালদায় অব্যাহত জল-যন্ত্রণা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola