১০ টায় বাংলা: ২ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, উদ্বাস্তু মন-জয়ের চেষ্টা, পাট্টা বিলি রাজ্য সরকারের

Continues below advertisement
অমিত সফরের আগে উদ্বাস্তুদের মন জয়ের চেষ্টা। প্রথম দফায় ২৫ হাজার পাট্টা বিলি। কাটবে জমি সমস্যা ঘোষণা মুখ্যমন্ত্রীর। মতুয়াদের নিয়ে উন্নয়ন পর্ষদের ঘোষণা। দুদিনের রাজ্য সফরে অণ্ডালে অমিত শাহ। দলীয় সভার ফাঁকে কাল বাঁকুড়ার এক আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যহ্ন ভোজ সারবেন তিনি। খাওয়ারের তালিকায় থাকছে ডাল-আলু পোস্ত এবং পোস্ত বড়া। কাল বাঁকুড়ার পর পরশু বাগুইহাটির মতুয়া পরিবারে যাবেন অমিত শাহ। বাগুইহাটির সেই বাড়ি পরিদর্শনে পুলিশ। এবার বাইকে কম সুদে ঋণের ব্যবস্থা করবে রাজ্য। দু' লক্ষ মানুষকে সমবায় ব্যাঙ্ক থেকে কম সুদে ঋণের ব্যবস্থা। ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিজেপির মিছিলে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভেনিউ। আইনশৃঙ্খলার অবনতি, দলীয় কর্মী খুনের প্রতিবাদে বিক্ষোভ। নদিয়ার গয়েশপুরে যুবকের রহস্যমৃত্যুতে নতুন মোড়।মৃতের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। দাবি ভাইপোর। বিজেপির চাপেই আগে গেরুয়া যোগের দাবি। দাবি তৃণমূলের। শুভেন্দুকে চ্যালেঞ্জ করে কার্যকরী সভাপতির পদ হারালেন অখিল। ছেলের পথে জল্পনা জিইয়ে রাখলেন শিশিরও।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram